স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ও আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল দুপুরে শহরের অদূরে কাশেমপুর আমবাগানে সংগঠনের সভাপতি মশিউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী সুজন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন উর রশীদ, কোষাধ্যক্ষ সম এনামুল হাসান দিপু,ব্যবসায়ী মজুরুল ইসলাম সোহাগ,মোস্তাকুর রহমান দারা, আব্দুর রহমান, আয়ুব আলী, মেহেদী হাসান, ইসমাইল হোসেন শাহিন, সুশান্ত দাস, আলতাফ হোসেন, আব্দুল্লাহ ফারুক সহ জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।