ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বার্ষিক চড়ুইভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৮৬ নং উত্তর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে চড়ুইভাতী অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রফুল্ল চিত্তে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করে। সীমান্ত বেষ্টিত এ অঞ্চলে বিনোদনের উন্নত মাধ্যম না থাকায় এ বার্ষিক চড়ুইভাতী অনুষ্ঠান শিশু শিক্ষার্থীদের মনে আনন্দের ঝর্ণাধারা সৃষ্টি করে। আবেগে উদ্বেলিত উচ্ছ্বসিত শিশুরা নেচে, গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে চড়ুইভাতি অনুষ্ঠানের সমাপ্তি হয়। ৮৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজিজুল হক, আবু হানিফ সহ স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষার্থীরা।