বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, গণসচেতনামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১০ মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর বাস্তবায়নে এবং বিভিন্ন এনজিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।