দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট্য সমাজসেবক প্রাক্তন ইউপি মেম্বর সর্বজন শ্রদ্ধেয় জয়দেব দত্ত ইহলোক ত্যাগ করেছেন। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান গতকাল সকালে তিনি বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গতকাল বিকালে দেবহাটা মহাশ্মশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়। প্রবীন এই সমাজসেবকের মৃত্যুতে তার বাসভবনে বিভিন্ন শ্রেনি পেশার লোকজন ভিড় জমায় এবং শোক প্রকাশ করে। তিনি পুত্র, কন্যা নাতিনাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।