কেশবপুর ব্যুরো ॥ যশোর কেশবপুর বাউশলা হাজী আব্দুল ওয়াহাব মাদ্রাসা ও এতিম খানা জামে মসজিদ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মসজিদের উদ্বোধন ফলক উন্মোচন করা হয়। ২০২৩ সালে মসজিদের ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল। উদ্বোধনের পর মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। এর আগে অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন মসজিদের অর্থদাতা ও জমিদাতা হাজী আব্দুল ওয়াহাব মোড়ল তিনি বলেন আমার পক্ষ থেকে আজকের অতিথি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ছেলেদের চেষ্টা বিশেষ করে মাওঃ মনিরুল আলম এবং তার ভাই দের উদ্যোগে, ও এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে হাজী আব্দুল ওয়াহাব মাদ্রাসা ও এতিমখানা ও জামে মসজিদ নির্মাণ হয়েছে।মনিরুল আলম বলেন,আমার সাথে সার্বিক পরামর্শ ও দিয়ে উৎসাহিত দিয়েছে,আরো যারা যাদের অবদান রয়েছে তাদের কে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আমার পিতা ১৪ শতক জমি দান করেছেন এই প্রতিষ্ঠানটি করার জন্য ।এই পতিষ্ঠানটি গড়ার প্রত্যাশা করি, তখন আমার বড় ভাই প্রভাষক বাহারুল আলম, শরিফুল ইসলাম, সাইফুল সার্বিক সহযোগিতা করেন। তিনি মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করিতে পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জুমার নামাজের ইমামতি করেন ইমাম মাওলানা আব্দুল হালিম পীর সাহেব (হিজলডাঙ্গা)। নামাজ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শুক্রবার মসজিদটি উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিক্ষাক ও সাংবাদিক মোঃনাছির উদ্দীন, জমিদাতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহাব মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মাওঃ আব্দুল হালিম (পীর সাহেব হিজল ডাঙ্গা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৪ নং,বি,এন, কাঠী, ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন, মাওলানা সুলতান আলম,সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ,রিজাউল ইসলাম,হিজলডাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সহ শিক্ষক গন মঙ্গলকোট ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষক গন,সাবেক মেম্বার নিছার উদ্দীন চুকনাগর) মাওঃ নজরুল ইসলাম,মাস্টার সোহরাব হোসেন, প্রভাষক বাহারুল আলম, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, ওবায়দুর রহমান, মাওঃশফিকুল ইসলাম,অত্র প্রতিষ্টানে নূরানী শিক্ষক গন এলাকায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রগন, (তাবলীগ মুবাল্লিক মুসালীগন), মাওঃ খবির উদ্দীন, মাওঃ সালাউদ্দীন ইউসুফ, মাওঃ ইমরান হোসেন, হাফেজ মুজাহিদুল ইসলাম, আরকান আলী (ইমাম শিরাশুনি পূর্ব পাড়া জামে মসজিদর ইমাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃনাছির উদ্দীন,আশেপাশে মসজিদের মুসালীবৃন্দ মজিবুর রহমান, ডাঃ আজিজুর রহমান, খলিলুর রহমান শরিফুল ইসলামজাকির হোসেন,খালিদ হাসান আলী, হোসেন আলী, অত্র প্রতিষ্ঠানের উদ্বোধন ও জুম্মা নামাজ শেষে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান গন, আশেপাশে মহল্লা থেকে আসা মুসল্লিবৃন্দ প্রমুখ। পরিশেষে সকলের দুপুরের খাওয়ার আয়োজন করেন,অত্র প্রতিষ্ঠানের পরিচালকগন।