এম এম নুর আলম ॥ আশাশুনিতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আতাহার আলী, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, হাজ্বী আবু দাউদ, ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম মোড়ল, এসআই আব্দুর রহিম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৪ যথাযথভাবে উদযাপন করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।