বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় মেলায় ১০টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শন এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা ছাড়াও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের জন্য আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে।