বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুরে ২২ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর আয়তুননেছা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর আয়োজনে অত্র মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল উপলক্ষে এলাকাসহ বিভিন্ন এলাকা জুড়ে দৃষ্টিনন্দন গেট, লাইটিং আলোকসজ্জা সহ মাইকিং প্রচারে উৎসবমুখর করে তুলেছে এবং বিভিন্ন দোকানে ইসলামিক বই, টুপি, আতর, সেন্ট, তসবিহ, বাচ্চাদের খেলনা সহ দোকানপাটে এক মিলন মেলায় পরিণত হয়। তাফসিরুল কোরআন মাহফিলে আসর নামাজ বাদ এলাকা ও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ, মুসল্লী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাহফিল ময়দান এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু ইদ্রিস মোড়ল এর সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মাল্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। রামচন্দ্রপুর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল মজিদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব প্রভাষক মাওঃ মোঃ রেজাউল করিম (নওগাঁ)। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন নারায়ণগঞ্জ চাঁদপুর বিশ্বরোড জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল লতিফ খান, কাটুনিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক, হাফেজ মোঃ রবিউল ইসলাম (সাতক্ষীরা), রামজীবনপুর দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ সহ এলাকা ও বিভিন্ন এলাকার আলেম ওলামায়েকেরামগন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোঃ সাইফুল ইসলাম।