বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে নূরুল্লা খাঁ টি ২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মার্চ সোমবার বিকাল ৩ টায় নূরনগর ক্রিকেট একাডেমীর আয়োজনে নূরনগর যার নামে নামকরণ সেই নুরুল্লাহ খাঁ এর স্মৃতি চারণে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলায় নূরনগর ফ্রেন্ডস স্পোটিং ক্লাব প্রথমে ব্যাট করে ১৮ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়। পার্বতীতে কদমতলা পি ডি কে মিতালী সংঘ ১৯ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৪১ রান করে ২৭ রানে পরাজিত হয়। ফলে নূরনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় নূরনগর ক্রিকেট একাডেমীর কোচ মোঃ মুনির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নূরনগর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, ইউপি সদস্য রেজাউল করিম দোলনা, মৎস্য ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম, স্বপন সেন, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন। ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ধারাভাষ্যকার শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলন, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ রবিউল ইসলাম সবুজ ও আলী নকি। স্কোর দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম জিসান, হাবিবুল্লাহ বাপ্পি, মুরাদ আহমেদ ও গোলাম রসুল বাবু।