বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মার্চ সোমবার সকাল ১০টায় ওয়াল্ড ভিশন নবযাত্রা-২ প্রকল্পের সহযোগিতায় দেবীপুর কমিউনিটি ক্লিনিকে ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় ক্লিনিকের সভাপতি শেখ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এসময় তিনি, ১৯৯৮ সালে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের এমওডিসি ডাঃ মোঃ মিলন হোসেন, ফার্মাসিষ্ট মনোদীপ কুমার গায়েন, স্বাস্থ্য পরিদর্শক আরিফ বিল্লাহ, সহঃ স্বাস্থ্য পরিদর্শক ছিদরাতুননেছা, পরিবার কল্যাণ সহকারী নাজমা পারভীন, ক্লিনিকের সহ সভাপতি চন্দ্রিকা ব্যানার্জী, ভুমিদাতা রাজেন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ আনছারউদ্দীন, সদস্য প্রভাষক মোঃ মাহাবুবুর রহমান, শিক্ষক আব্দুল মজিদ, ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের এএসএসও রেমা মারিতা সাহা সহ অনেকে। কর্মশালায় দেবীপুর কমিউনিটি ক্লিনিকের বাৎসরিক কর্মপরিকল্পনা তৈরি, উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক নির্বাচন, কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যদের মাসিক ও বাৎসরিক চাঁদার হার নির্ধারণ, ক্লিনিকের উন্নয়নে দানবাক্স স্থাপন, ক্লিনিক সংস্কার ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।