কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের শেখ মোস্তাফিজুর রহমান মিঠু আর নেই। তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক ,ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সাত্তারের ভাই। জানাগেছে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির আঙিনায় গবাদি পশুর খাদ্য পরিবেশন করছিল। হঠাৎ স্ট্রোকজনিত কারনে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন।পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভত্তি করে। পরে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় খুলনা সিটি মেডিকেল কলেজে ব্রেনের অপারেশন করা হয়। সেখানে লাইফ সাফটে রাখার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রাত্র ২টা চিকিৎসাধীন অবস্থায় নিশ্বাষ ত্যাগ করেন। (ইন্না লি—রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।গতকাল ধলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজ পড়ান তার বড় ভাইয়ের পুত্র হাফেজ শেখ আল মামুন।