শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

আলআকসা মসজিদে ঢুকতে বাঁধা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মুখোমুখি ফিলিস্তিন ও দখলদার বিমান হামলা, হত্যার সাথে রোজা পালন করছে ফিলিস্তিনিরা ঃ দুর্ভিক্ষের কবলে গাজা ঃ জাহাজে ত্রান আসছে গাজায় ঃ তুরস্ক ও ফ্রান্স এর খাবার পৌছেছে গাজায় ঃ দখলদার সেনাদের হামলায় মসজিদগুলো ধ্বংস ঃ শিক্ষা প্রতিষ্ঠান গুলো অস্তিত্বহীন ঃ আশ্রয় শিবিরে হামলা ঃ হামাসের বক্তব্য তাদের শর্ত মেনেই হতে হবে যুদ্ধ বিরতি হুতিদের ব্যাপক হামলা ঃ ইসরাইলি জাহাজ ক্ষতিগ্রস্থ ঃ ফিলিস্তিনি হত্যা একুত্রিশ হাজার ছাড়িয়ে ঃ গাজার সত্তর ভাগ অবাসন নিশ্চিহৃ
দৃষ্টিপাত ডেস্ক॥ রোজার সময় গুলোতে ইসরাইলি বাহিনীর সাথে যুদ্ধ বিরতিতে পৌছাবে হামাস, রোজার মাসে ফিলিস্তিনিরা মৃত্যু কবল হতে রক্ষা পাবে কিন্তু না দখলদার ইসরাইলি বাহিনী যুদ্ধ বিরতিতে না যেয়ে ফিলিস্তিনিদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকয়েকদিন যাবৎ গাজার উত্তর অঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক ভিত্তিক বিমান হামলা পরিচালনাকরে। দখলদার বাহিনী উত্তর গাজার বিভিন্ন অঞ্চলে এই প্রথম হামলা পরিচালনা করলো তা নয়, এই বাহীনি এতটুকু বিপদজনক যে ইসরাইলিদের হত্যার পাশাপাশি তারা সাধারন ফিলিস্তিনিদেরকে গণগ্রেফতার করছে। হামাসের পক্ষ হতে অভিযোগ করে বলা হয়েছে এই প্রথম ফিলিস্তিনিরা পবিত্র রমজানের মাঝে নিজেদেরকে দখলদার ইসরাইলির মৃত্যু কুপে নিক্ষেপ করেছে। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরাইলি বাহিনীর হামলায় পুরোগাজা সিটি বসবাসের অযোগ্য হয়েছে। উপত্যকাটির অন্তত সত্তরভাগ আবাসন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী, এতটুকু তান্ডব চালিয়েছে যে তন্ডবের কল্যানে ফিলিস্তিনিদের বসবাসের বসতঘরে গুলো মাটির সাথে মিশে গেছে,উত্তর, মধ্য পশ্চিম এবং খান ইউনিসের পরিস্থিতি এতটুকু মর্মান্তিক ও বিয়োগান্তুক হয়েছে যে উল্লেখিত এলাকার এক সময়ের প্রাণ চাঞ্চল্য শহর গুলো দেখলে মনে হচ্ছে এখানে এখনও প্রানের সঞ্চার ছিলনা বা বসবাসের উপযোগী ছিলনা। রোজার সময় গুলোতে ফিলিস্তিনিরা খাদ্য অভাবে বেশী পরিমান ভোগবে এমন ধারনা করা হলেও গতকাল আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে তুরস্ক সহ বিভিন্ন দেশ গাজায় খাদ্য সরবরাহ করার ঘোষনা দিয়েছে বিধায় ফিলিস্তিনিদের খাদ্য কষ্ট দুর হবে। এদিকে আল জাজিরা গতকাল আরও জানিয়েছে ফ্রান্স ইতিমধ্যে জাহাজ ভর্তি খাদ্য পাঠিয়েছে উক্তখাদ্য ফিলিস্তিনিদের জীবন রক্ষায় বিশেষ ভাবে সহযোগিতা করবে। ফ্রান্স সরকার ইতিপূর্বে বিমানের মাধ্যমে আকাশ পথে গাজায় খাদ্য সরবরাহ করেছে। তুরস্ক তার একাধিক জাহাজ ভর্তি খাবার গাজায় পাঠিয়েছে। উল্লেখ্য দখলদার ইমরাইলি বাহিনী গাজায় খাবার সরবরাহ করা ট্রাক গুলো আটক করে ফিলিস্তিনিদের জন্য খাদ্য সরবরাহকঠিন করে তুলেছে। উল্লেখ্য ইতিপূর্বে খাদ্যেল সভাবেনাখেতে পেরে অন্তত শতাধিক ফিলিস্তিনি মৃত্যুবরন করেছে। প্রথম রোজার পূর্বের দিন ইসরাইলী বাহিনীর পক্ষহতে গাজার বিভিন্ন এলাকাগুলোতে ব্যাপক ভাবে বিমান হামলা পরিচালনার ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাস্ট্র সহ ইসরাইলি সমর্থক ভূক্ত দেশ গুলো বারবার বলেছিল যে রোজার পূর্বেই গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হবে কিন্তু বাস্তবতা হলো দখলদার ইসরাইলি বাহিনী কোন অবস্থাতেই যুদ্ধ বিরতি কার্যকর না করে রোজার মাসেও বিমান হামলা অব্যহত রেখেছে। দখলদার ইসরাইলি বাহিনী আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ও অবস্থানের উপর বাঁধা সৃষ্টি করছে। গতকাল রোজার প্রথম দিনে ইসাইলি বাহিনী ফিলিীস্তনিদেরকে আল আকসা মসজিদ কমপ্লেক্স এ প্রবেশের উপর ব্যাপক কড়াকড়ি আরোপ করে। অবশ্য উল্লেখযোগ্য অংশ ফিলিস্তিনি নিজেদের ইচ্ছানুযায়ী আল আকসা মসজিদে প্রবেশ করে। এদিকে রাফা শহরে গতকালও দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা রাফা শহরের বিভিন্ন এলাকাতে ব্যাপক ভিত্তিক বোমা হামলা পরিচালনা করে। গতকালও রাফার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা পরিচালনা করে খান ইউনিসের হাসপাতাল গুলোর ন্যায় রাফার হাসপাতাল গুলোতে বিমান হামলা পরিচালনা করে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে গাজার পুরাতন এবং নতুন আমলের অধিকাংশ মসজিদই ধ্বংস করেছে দখলদার বাহিনী। গাজা শহরের স্বাস্থ্যসেবা ব্যাপক ভাবে বিঘ্নিত হচ্ছে এ অবস্থা চলতে থাকলে গাজাবাসি চিকিৎসাহীনতায় মৃত্যু বরন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com