আটুলিয়া প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকীতে সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রম আওতায় বিনামূল্যে নাক কান গলা ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি, কে এস, এফ,এর অর্থয়নে ও নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে সোমবার সকাল দশটায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিকিৎসা সেবা চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার জিএম ফারুকুজ্জামান এম,বি,বি,এস সহকারী অধ্যাপক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডাক্তার আল মামুন মোরশেদ এম,বি,বি,এস মেডিসিন।