কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (৩৮) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামের কলেজ মোড় এলাকায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খাদিজা খাতুন ওই গ্রামের আতের আলীর কন্যা। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ৩/৪ মাস আগে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া লাগোয়া গ্রাম শার্শার কায়বার বাসিন্দা টিসিবি ডিলার আজহারুল ইসলামের সাথে খাদিজা খাতুনের দ্বিতীয় বিবাহ হয়। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে সে বাবার বাড়িতে থাকতো। সেখানে মঙ্গলবার সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার প্রথম ঘরের এক সন্তান রয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তার দ্বিতীয় স্বামীর সাথে দিন পনেরো আগে বিবাহ বিচ্ছেদ হয়। ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের জন্য তার লাশ সাতক্ষীরায় প্রেরণ করা হবে বলে তিনি জানান।