বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর হাতে গড়া ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত অব্যাহত ইফতার মাহফিলের ১ম দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাড়ে ৫হাজার রোজাদার অংশ গ্রহন করেন বলে মিশনের কর্মকর্তা নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও হিসাব রক্ষক মোঃ এবাদুল হক জানিয়েছেন। তারা আরো জানান মিশনের রন্ধনশালায় নিজস্ব কারিগরদ্বারা কিছু ইফতারির মেনু প্রস্তত করে ও বাইরে থেকে ক্রয় করে প্রতিদিন মোট ৭ প্রকারের ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার সামগ্রীর ছিলো ডিম, ছোলা, চিড়া, পাকা কলা, খেঁজুর, সুজির ফিন্নি ও সিঙ্গাড়া। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সুষ্ঠু ও ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশে রমজানের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অব্যহাত ইফতার মাহফিলে যাতে রোজাদাররা ইফতার করতে পারেন সেজন্য মিশন কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে চারদিকে বাঁশের রেলিং ও মাথার উপরে টিনের ছাউনি দ্বারা মনোরম পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রোজাদারদের সুষ্ঠভাবে ইফতারী করতে সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা, ইফতারীর প্লেট ও গ্লাস দেওয়ার জন্য প্রতিদিন মিশন কর্মকর্তা-কর্মচারী ও কয়েকশত স্বেচাসেবক নিরলসভাবে কাজ করে। উক্ত ইফতার মাহফিলে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে মূল্যবান আলোচনা রাখেন ও দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওঃ আবু সাইদ। এদিকে ইফতার করতে আসা রোজাদারদের বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহন ও জুতা যাতে চুরি না হয় সেজন্য মিশন কর্তৃপক্ষ নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। এভাবেই রমজানের শেষ পর্যন্ত ইফতার মাহফিল অব্যাহত থাকবে বলেও মিশন কর্তৃপক্ষ জানিয়েছেন।