বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসনে আয়োজনে ও নবযাত্রা-২ প্রকল্প এর সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, ধর্মীয় নেতাদের (ইমাম-পুরোহিত) অংশগ্রহণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ওসিসি প্রনব বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।