বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বসার বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল ১২ মার্চ মঙ্গলবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ জিডিপি) এর আওতায় বাংলাদেশ সরকার ও জাইকা এর অর্থায়নে শ্যামনগর এলজিইডি এর বাস্তবায়নে উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ২২০ জোড়া বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেঞ্চ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, নূরনগর প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, জাইকা প্রতিনিধি আসমাউল হুসনা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।