বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ১২ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে সমবেদনা জানাতে এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দলীয় নেতাকর্মী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে উপজেলার পদ্মপুকুর কামালকাটি গ্রামের মৃত রাধাপদ মন্ডলের স্ত্রী করুণা বালা মন্ডল ও পুত্র কর্ত্তিক মন্ডলকে ৪ বান্ড টিন ও ১২ হাজার টাকা প্রধান অতিথি হিসেবে প্রদান করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিনুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, পদ্মাপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য গত ৬ মার্চ পদ্মপুকুর কামালকাটি গ্রামে মৃত রাধাপদ মন্ডলের স্ত্রী করুণা বালা মন্ডল ও পুত্র কর্ত্তিক মন্ডলের দুইটি বসতঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।