বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড নওয়াপাড়া কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধহাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মহব্বত স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সুমন দাশকে সভাপতি, ইন্দ্রজিৎ বাছাড় ও মোঃ রিপন হোসেনকে সহ-সভাপতি, মোঃ আসাদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোঃ তাইজুল ইসলাম ও সুপল সানাকে যুগ্ম সাধারণ সম্পাদক, বাপ্পি দাশকে সাংগঠনিক সম্পাদক, অচিন দাশকে সহ সাংগঠনিক সম্পাদক, সফিকুল ইসলামকে প্রচার সম্পাদক, খলিলুর রহমানকে সহপ্রচার সম্পাদক, শওকত সরদারকে দপ্তর সম্পাদক, কামরুল ইসলাম সহ দপ্তর সম্পাদক, মোঃ আব্দুল বারীকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়। বুধবার সন্ধ্যায় কমিটি অনুমোদন কালে বুধহাটা করিম সুপার মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোটরসাইকেল শ্রমিক সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রুস্তম আলি, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।