এস এম জাকির হোসেন/ আবু ইদ্রিস শ্যামনগর থেকে ॥ শ্যামনগরে জাতীয় শিশু দিবস, গণ হত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর- কালীগঞ্জ (আংশিক) আসনের সংসদ সদস্য এস এম আতালউল হক দোলন। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন জাতীয় জীবনে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অন্যতম। দিনগুলোর তাৎপর্য ও গুরুত্বের দিকে লক্ষ্য রেখে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় দিবস গুলো উদযাপন সফল ও সাফল্যমন্ডিত করতে হবে। স্ব-স্ব স্থান থেকে সকলের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানান তিনি এ সময়। আগামী ১৭ ই মার্চ বাঙালি জাতির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী, আগামী ২৫ শে মার্চ গণহত্যা দিবস, ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে স্থান নির্ধারণ ও বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।