বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে উপকার ভোগিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দেশী মুরগি পালনে খামারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০টায় নওয়াঁেবকী গণমুখী ফাউন্ডেশন নলতা শাখা কার্যালয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সম্মিলিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় ও পল্লী কর্মসাহক ফাউন্ডেশন পি.কে.এস.এফের অর্থায়নে প্রশিক্ষণে ২৫ জন খামারীকে দেশি মুরগির বাসস্থান, ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ বালাই দমনসহ নানাবিধ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নলতা শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। ডা. জাকিউল হাসান জিহাদের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে। প্রশিক্ষক হিসেবে ছিলেন স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড-এর টেকনিক্যাল অফিসার ডাঃ আব্দুল গফফার সরদার।