বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর কাসেমুল উলূম সুলতানিয়া মাদ্রাসার এতিম হাফেজদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মাদ্রাসার হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এই দিনে কোমলমতি কোরআনের হাফেজ এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করতে পারছি এটা আমার বড় পাওয়া। আপনারা পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন এই কুরআন এবং নৈতিক শিক্ষা মানুষদের মাঝে বিলিয়ে দেবেন। সৎ পরিশ্রমি মানুষ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অত্র মাদ্রাসার উন্নয়নকল্পে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান টুটুল, জনতা ব্যাংক পিএলসি শ্যামনগর শাখা ম্যানেজার মোঃ মাহবুবর রহমান, সাংবাদিক এস এম জাকির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র ইফতার মাহফিলটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ শামসুর সরদার। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ আব্দুল আলিম।