দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর আহছানিয়ামিশনের উদ্যোগে গতকাল আহছানিয়া মিশন দিবস পালিত হয়েছে। সখিপুরস্থ আহছানিয়া মিশন কার্যালয়ে ৯০তম দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে তিনটায় আয়োজিত উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান, যুদ্ম সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবহাটা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মিশন সম্পাদক আবু তালেব সরদার আমজাদ হোসেন, আলহাজ্ব আনছার আলী, রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য হযরত খান বাহাদুর আহছান উল্লাহর। ১৯৬৫ সালে স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই মহান প্রতিপাদ্যকে সামনে রেখে নলতা আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। দেশ বিদেশে বর্তমান সময়ে আহছানিয়া মিশন মানবসেবা, শিক্ষা,স্বাস্থ্য সহ বহুমুখি জনকল্যান মুখি কর্মযজ্ঞ পরিচালনা করে চলেছে।