দেবহাটা অফিস ॥ দেবহাটার ইছামতির শাখা সাপমারা খাল পুনঃখনন পরবর্তি সংযোগ সড়ক নির্মানের মুহুর্তে সাপমারা খালের সড়ক সংলগ্ন এলাকা দখলের মহাউৎসব চলছে। সখিপুর ও পারুলিয়া বাজার বিভক্তকরন সাপামারা খালের দুই পারের অবৈধ স্থাপনা অপসারন ও উচ্ছেদ পরবর্তি খাল খনন শুরু ও শেষ হয়। নীতিমালা অনুযায়ী খনন করা মাটির উপর সড়ক নির্মানও বৃক্ষরোপনের কিন্তু বাস্তবতাহলো সরকারি জমি দখল হচ্ছে। গতকাল পর্যন্ত দখল প্রক্রিয়া অব্যাহত ছিল। এ প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী না হওয়ায় এবং সাপমারার তীরবর্তি সড়ক ও বৃক্ষরোপনের অবস্থানের পরিপন্থী। এঅবস্থা চলতে থাকলে আবারও অবৈধ দখলদারিত্বে পরিনত হবে সাপমারা খালের পারুলিয়া অংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপই সাপমারার অবস্থান ও তীরবর্তি সড়ক ও বৃক্ষরোপন পরিপূর্ণত পেতে পারে।