কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ প্রমুখ।