আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন উপলক্ষে জেলা আ’লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহণকরা হয়েছে। সকাল ৭টায় দলী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন। বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান ও উপাসানালয়ে সুবিধা মতন সময়ে প্রার্থনার কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি বাস্তবায়ন লক্ষে সাতক্ষীরা জেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ, সকল উপজেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ এবং আ’লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাযথ মর্যাদার সাতে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।-প্রেসবিজ্ঞপ্তি