কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। গতকাল ১৭ মার্চ সকাল ১০ টায় এ উপলক্ষে এক র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী ও কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ টিপু সুলতান। শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, মোঃ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, শিক্ষার্থী ফাতিমা আল মায়াজ, নাবিহা তাসনিম,শীর্ষ বৈরাগী প্রমুখ।