মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ৮ টার দিকে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের চত্বর থেকে এক বিশাল রেলি বের হয়ে হরিনগর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ,বঙ্গবন্ধু মুরালে পুষ্প আর্পন করা হয়। পরে বিদ্যালয়ের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সভাপতিত্বে বক্তব্য দেন মুন্বিসীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল ইসলাম,অস আই সেলিম বিদ্যালয় ও সহকারী শিক্ষক ফরিদ হোসেন সহ সকল শিক্ষক বৃন্দ। এছাড়াও হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন শিক্ষক মনোরঞ্জন মল্লিক।