বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল ১৭ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ অভ্যন্তরে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, শ্যামনগর পৌরসভা, শ্যামনগর সরকারী মহাসিন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া, চিত্রাঙ্কন ও ছোট ছোট সোনামনিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, থানা
অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিনুল ইসলাম।