বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ রবিবার দুপুর ২ টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের দলীয় ৪ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, ৮জন ভাইস চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।