কালিগঞ্জ ব্যুরোঃ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্যমে পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা সহ পুলিশ সদস্যরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার চেয়ারম্যান আব্দুল হাকিম সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। প্রেস ক্লাব, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, কালিগঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এড. জাফরউল্লাহ ইব্রাহিম প্রমুখ। উপযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।