স্টাফ রিপোর্টার ঃ মাসজিদে কুবা কমপ্লেক্সে মুসল্লীদের সাথে ইফতার করলেন মশিউর রহমান বাবু। গতকাল মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন মাসজিদে কুবার সহ সভাপতি মো: আব্দুল গনি, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুল করিম, প্রচার সম্পাদক আবু জাফর, সদস্য গোলাম রহমান, শাহাদাত হোসেন, মোয়াজ্জিন আব্দুস সবুর প্রমুখ। এছাড়া এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতারের পর তিনি মাসজিদে কুবায় মাগরিব নামাজ আদায় করেন। মাগরিব নামাজের শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু আগামী সদর উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া কামনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুবার ইমাম হাফেজ মুফতি মাওলানা মো: মাহমুদুর রহমান।