স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সুব্রত ঘোষের নেতৃত্বে এক ঝাঁক তরুন বছর ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেছেন। গতকাল খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অপরিচ্ছন্ন খাল, টাউন বাজার, স্টেডিয়ামের, গার্লস স্কুল সংলগ্ন খালের পাড় ও মহল্লার অপরিচ্ছন্ন কিছু নর্দমা পরিষ্কার করা হয়। একইসাথে জন সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এ কাজে সহায়তা করেন সম্প্রীতি বাংলাদেশ পৌর সদস্য সচিব ব্যবসায়ী সুমন সাহা, সদর উপজেলা সদস্য সচিব স্বাস্থ্যকর্মী রনজিত ঘোষ, বন্ধুসভা সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ জেলা সভাপতি ধীমান সরকার, শিক্ষক সুমন সাহা, ফুল ব্যবসায়ী সুশীল দাস, স্বাস্থ্যকর্মী দীপংকর সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সুব্রত ঘোষ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ডেঙ্গু নির্মূলে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।