কাশিমাড়ী প্রতিনিধি ॥ ৭১র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে দশ টায় কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সুত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার গত রবিবার ১৭ (মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ……… রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে শ্যামনগর থানার এ এস আই মোঃ ইসলাম আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।এসময় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার এর জানাযার নামাজে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদ উজ জ্জামান সাইদ, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদ,গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শত মুসুল্লি উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ পরিচালনা করেন- জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এ ইউ এম গোলাম বারী।