কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ কৃতি ফুটবলার রাজিয়া সুলতানার কবর জিয়ারত ও এতিমদরে সাথে ইফতার করলেন এসএম আতাউল হক দোলন এমপি। গতকাল বিকালে খান পাড়া কাশেমিয়া আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসার হল রুমে মাদ্রাসার সভাপতি খান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। ইফতারের পরে সেখানে কিছু সময় অবনস্থান করেন ও এতিমদের সার্বিক খোঁজ খরর নেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, ইউনিয়ন আ“লীগের সাধারন সম্পাদক মোঃ রুহুল আমীন, সভাপতি,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, সহ উপজেলা, ইউনিয়ন আ“লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,আলেমেদ্বীন ও মাদ্রসায় শিক্ষারত শিক্ষার্থীবৃন্দ, সুধিসমাজ ও ধর্মপ্রান মুসুল্লিব্ন্দৃ। এরপূর্বে গতকাল বিকালে মৌতলার লক্ষ্মীনাথপুর গ্রামের প্রয়াত কৃতী খেলোয়াড় রাজীয়া সুলতানার কবর জিয়ারত করেন এবং তার পরিবারে খোজ খবর নেন। এসময় তিনি রাজিয়ার পরিবারের পাশে থাকা এবং বাচ্চাটির সহায়তার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য সম্প্রতিক কৃতি ফুটবলার রাজিয়া সন্তান জন্মদানের পর স্টোকে আক্রান্ত হয়ে মারা জান।