পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছা উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে “প্রশিক্ষণ, প্রয়োগ, সাফল্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৬দিন ব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়ার কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণ সোমবার সকালে উপজেলার রিসোর্স সেন্টার প্রশিক্ষণ কক্ষে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইন্সট্রাক্টর ও কোর্স সমন্বয়কারী মোঃ ঈমান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও প্রশিক্ষক দেবাশীষ দাস,সহকারী শিক্ষক ও প্রশিক্ষক রনজিত কুমার। এ সময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ রায়, মোঃ নুরুজ্জামান, এস এম শফিকুল ইসলামসহ ৩০জন প্রশিক্ষণার্থী প্রধান শিক্ষক বৃন্দ।