সোহরাব হোসেন মুন্সিগঞ্জ (শ্যামনগর) থেকে ॥ শ্যামনগরে মুনাফা লাভে ব্যবসায়ীদের এর কারনে সাধারণ মানুষের নিদারুণ কষ্টের দিন যাপন করছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা হারাচ্ছে নিম্ন মধ্যবিত্ত প্রাণীর সাধারন মানুষ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওশাকসবজি চরম মূল্য ক্রয় করতে হিমশিম খাচ্ছে। রমজান মাস এলেই শুরু হয় মুনাফা লাভের প্রতিযোগিতা। সারাদিনে রোজা রেখে অনেক শ্রমিক ও সাধারণ মানুষ কর্ম আয় কম হয়। সংসার চালানো দুরহ ব্যাপার চাল ,ডাল, তৈল ‘মাছ ,মাংস ,ও কাঁচা তরকারির দাম দ্বিগুণ হওয়ায় সংসার চালানো দুরহ ব্যাপার চাল ডাল তৈল মাছ মাংস ও কাঁচা তরকারি দাম দ্বিগুণ হওয়ার অনেকে না খেয়ে দিন পার করছে। কেউ কেউ ঋণ ধার করে সংসার চালাতে বাধ্য হচ্ছে। বর্তমান বাজারে ব্যবস্থা নিয়ন্ত্রণ গ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম পরিচালনা শীতল হয়ে যাচ্ছে। ভেজাল সার দিয়ে তৈরি মুড়ি, নিম্নমানের সেমাই জিলাপি মিষ্টি জাতীয় পণ্য অহরহ বিক্রি হচ্ছে। হোটেল রেস্তোরায় তৈরি নানা রকম অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে হরিনগর বাজার, মুন্সীগঞ্জ বাজার, নীল ডুমুর বাজার, নওবেকি বাজার, ভেটখালী বাজার, রমজান নগর, ইশ্বরীপুর বাজার, সহ শ্যামনগর সদর অভিযান পরিচালনা করা জরুরী। সরকারের সুবিধা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দ্রব্যমূল্য টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম গতি হারিয়েছে শ্যামনগরে। পাশাপাশি ওএম এস সক্রিয় করতে প্রশাসনের প্রতি নজরদারি বাড়ানো দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।