বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার হরিনগর কাকড়া মোটাতাজাকরন চাষি সমিতির সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় শ্যামনগরের আয়োজনে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি বেইসড ক্লাইমেট রেসিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় হরিনগর কাকড়া মোটাতাজাকরন চাষি সমিতির ২০ জন সদস্য নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা বিনিময় সফরে খুলনা ডুমুরিয়ায় রুদাগড়া বাগদা-সাদা মাছ-ধান চাষী সমিতির পুকুর পরিদর্শন করা হয়। সমিতির সদস্যরা জাল টেনে পুকুরের মাছ দেখান ও তাদের কার্যক্রম বর্ননা করেন। এরপর, টিপনা গলদা ক্লাস্টার পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ডুমুরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, শ্যামনগর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এফ এফ মেহেদী হাসান, সমিতির সদস্যবৃন্দ ও ক্লাস্টার সদস্যবৃন্দ।