কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাতৃ ও শিশু পুষ্টি বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রথম দিনের প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: বুলবুল কবীর। অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুস সেলিম, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান।