দেবহাটা অফিস ॥ দেবহাটার কৃতিসন্তান ঢাকার সিটি স্পেশালব্রাঞ্চ এ কর্মরত কাওছার আলী পিপিএম পদকে ভূষিত হওয়ায় এই সৎ,যোগ্য, চৌকস ও মেধাবী পুলিশ কর্তকর্তাকে অভিনন্দন জানিয়েছেন এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দেবহাটা সরকারি বিবিএমপি ইনষ্টিটিউশন নেতৃবৃন্দ। দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রাক্তনশিক্ষার্থীদের সংগঠন এর সভাপতি পুলিশ কর্মকর্তা কাওছার আলীকে অভিনন্দন জানিয়েছেন ও অধিকতর সাফল্য কামনা করেছেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, ডা: দেব প্রসাত মন্ডল, মো: আনোয়ারুল হক, ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মো: শফিকুল ইসলাম,মাহমুদুল হকবিশ্বাস লাভলু, ইয়াছিন আলী, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, উত্তম কুমার রায় প্রমুখ। উল্লেখ্য ইতিপূর্বে ও তিনি পিপিএম সেবা পদকে আইজি ব্যাজ লাভ করেন।