বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার কুল্যার মোড়ে সোনার বাংলা ক্লিনিকে এ সাধারণ সভার আয়োজন করা হয়। উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো. রফিক আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মির্জা হাসান ইকবাল, যুগ্মসাধারণ সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তী, শ্রীউলা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তার, আশাশুনি সদর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সবুর, কুল্যা ইউনিয়ন ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রেজাউল্লাহ, সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, কাদাকাটি ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম টুকু, প্রতাপনগর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, শোভনালী ইউনিয়ন সাধারণ সম্পাদক দীনেশ কুমার মন্ডল,উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন সানা, গ্রাম ডাঃ মৃণাল ব্যানার্জি,বাবুল হোসেন, গ্রাম ডাক্তার আরমিন হোসেন প্রমূখ। সাধারণ সভায় সদস্যদের মাঝে আইডি কার্ড ও ডিজিটাল মেম্বারশিপ সার্টিফিকেট বিতরণ করা হয়।