আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধি ॥ প্রতাপনগরে ইসলামী ব্যাংক আউটলেট শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় প্রতাপনগর তালতলা বাজারস্ত মুয়াজ এন্টার প্রাইজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আউটলেট শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার সামসুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলিমাখালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, পাতাখালি সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ আনোয়ারুল ইসলাম, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম, এপিএস মহাবিদ্যালয় প্রভাষক মাওঃ শাহাজান আলী, এপিএস মহাবিদ্যালয় প্রভাষক মাওঃ আল আমিন, কুড়িকাহুনিয়া আয়শা সিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রিয়াছাত আলী, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, তালতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হুসাইন, তালতলা বাজার বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন, আলহাজ্ব মৌঃ অয়াজেদ আলী মহলদার, আলহাজ্ব মৌঃ আব্দুল মজিদ, মৌঃ আব্দুল খালেক, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার জেনারেল ইনচার্জ মিজানুর রহমান, এবিডি ইনচার্জ এএইচএম খায়রুল্লাহ, ডিবিসি ইনচার্জ ফয়সাল মাহমুদ, প্রতাপনগর স্বাস্থ্য কর্মী সাইফুল ইসলাম, এছাড়া স্থানীয় সর্ব শ্রেণি পেশার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।