দেবহাটা অফিস ॥ দেবহাটায় র্যাবের অভিযানে ভারতীয় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দেবহাটা নওয়াপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী আকতারুল ইসলাম (৩৭)। র্যাব সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে লুকিয়ে রাখা অবস্থায় ২ বস্তা ভর্তি ভারতীয় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ আসামিকে আটক করে। আটকৃত আসামের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। র্যাব-৬ খুলনা ডিএডি আনোয়ারুল ইসলাম এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।