বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, রুহুল কুদ্দুছ, দিপংকর কুমার সরকার, ওমর ছাকি পলাশ, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ৩০ টাকা কেজি দরের চাউল বিতরণে ডিলারদের বিক্রয় স্থান বাড়িতে না রাখা, উন্নয়ন মূলক কর্মকান্ড, বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।