কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রার আদিবাসী মুন্ডা ও মাহতো শিশুদের সমস্যা চিহিৃত সমাধানের জন্য সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে এক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় উপজেলা এনসিটিএফ কমিটি এই সংলাপের আয়োজন করে। উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি শিক্ষা অফিসার ইসলামুল হক মিটু, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ.ব.ম আঃ মালেক,পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস,প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস,হিসাব রক্ষক স্নেহ লতা মল্লিক, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার গোপাল মন্ডল, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, শিক্ষিকা তৃঞ্চা দাস, জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা, ইউপি সদস্য মুর্শিদা খাতুন, নারী নেত্রী সাধনা মুন্ডা, মুর্শিদা আক্তার, এনসিটিএফের সদস্য অনুপম মুন্ডা,দেপান্বিতা মুন্ডা, অন্তর মুন্ডা,নমিতা মুন্ডা,ঈষিতা মুন্ডা,শুভজিত মুন্ডা,স্বপ্না মুন্ডা, রত্না মুন্ডা প্রমুখ।