মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নূরনগরে মুদির দোকানে তালা কেটে দুর্র্ধষ চুরি লাঙ্গল মার্কায় ভোট দিলে সদর উপজেলাবাসী শান্তিতে থাকবে: মশিউর রহমান বাবু পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আশাশুনিতে মৎস্য চাষীদের ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে -প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা খুলনায় স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন ৫ প্রার্থী তথ্য প্রযুক্তিকে পিছিয়ে ফেলে কোনোভাবে দেশেকে এগিয়ে নেওয়া সম্ভব নয় জেলা প্রশাসক হুমায়ুন কবির সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসিতে খুলনা বিভাগের বে-সরকারি বিদ্যালয়ের মধ্য শীর্ষস্থান

শ্যামনগরে চুরিকৃত মোটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ মোটরসাইকেল চোরকে চুরিকৃত মোটরসাইকেল সহ আটক করেছে থানা পুলিশ। ঘটনা সূত্রে জানাযায়, গত ২১ মার্চ সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলার পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের পুত্র সাইফুল ইসলাম এর ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি চোর শনাক্ত করে শ্যামনগর থানাকে অভিহিত করেন। এ সংবাদ পেয়ে শ্যামনগর থানার এসআই অমিত ও এএসআই দিপক মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ থানাধীন মহৎপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম (৩৭), একই গ্রামের নুরুজ্জামান সরদারের পুত্র সাঈদ আলম মাসুদ (১৯) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র সাহিদ হাসান(১৮) কে দেয়া গ্রাম থেকে আটক করে এবং একই গ্রামের দুঃখের পুত্র আলী হোসেন (১৫) পলাতক রয়েছে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একই জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ৩ জন সহ অজ্ঞতানামা আসামি করে শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৮, তারিখ ২৪/০৩/২০২৪। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com