শুক্রবার, ১০ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ই-ড্রাইভিং লাইসেন্স থাকলে মূল ড্রাইভিং লাইসেন্স লাগবে না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ ভিসা প্রসেসিং, বিদেশে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার, চাকুরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশগামীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল খ্রিষ্টাব্দে বিআরটিএ সদর কার্যালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ছজ কোড সম্বলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে। এছাড়াও, ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত ছজ কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com