এম এ মাসুদ রানা, চন্দনপুর কলারোয়া থেকে ॥ মহান স্বাধীনতা দিবস -২৪ উদযাপনের প্রত্যায়ে, কলারোয়া সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের উদ্যোগে ২৬ মার্চ বিকাল ৩ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সম্মেলন কেন্দ্রে, সংগঠনের সভাপতি জিএম সালাউদ্দিনের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক মুরাদ হাসানের পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত কবি সাহিত্যিকদের স্বাধীনতার উপর স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত বিচারক অতিথি বৃন্দ স্বরচিত কবিতার উপর মূল্যায়ন ও বক্তব্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব প্রফেসর আবু নসর, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল রেজা, থানা মসজিদের পেশ ইমাম ফারুক হোসেন প্রমুখ।