ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন,র্যালি,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মানছুরা খাতুনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজহারুল ইসলাম , নাজমুল নাহার চম্পা, মোছাঃ রহিমা খাতুন প্রমুখ। এ ছাড়াও বিদ্যালয়ের সকল-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃৃন্দ।এর পরে ইফতার পার্টির আয়োজন করা হয়।