২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ শে মার্চ) বেলা ২ টায় এনইউবিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে; অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম এবং প্রক্টর ড. এম ডি মারুফ আলম। আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র হিসাবে ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ২৫শে মার্চ কালরাত্রি, ২৬ শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ সময়কার স্মৃতিচারণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধ সময়কার স্মৃতিচারণ করে বলেন স্বাধীনতা শব্দটির পূর্ণতা লাভ করে সমাজে সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে। সভাপতির বক্তব্যে প্রফেসর জালাল উদ্দিন আহমেদ বলেন; বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন। সঠিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে বাঙালির অর্থনৈতিক স্বাধীনতা অর্জন যেমন ত্বরান্বিত হবে তেমনি বাংলাদেশও উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি